তথ্য মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন মুক্তি এমপি বলেছেন অনগ্রসর নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বাংলদেশ গড়ার বিনির্মাণে জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতবাদ নির্বিশেষে সকল পেশাজীবীর মানুষেরা কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল নালিখালী এলাকায় প্রতিষ্ঠিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য গড়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। তিনি বলেন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলদেশী সেখানে কেউ অনগ্রসর থাকতে পারে না। সবাইকে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশ্বায়নের সাথে সাথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসন ও ট্রাইবাল এসোসিয়েশন মুক্তাগাছা শাখার যৌথ আয়োজনে সনদ বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মাহাবুব হোসেন, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান লেলিন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বার্কম্যান ডিব্রু, গ্রাম প্রধান মাইকেল ম্রং, আদিবাসী নেত্রী ও ইউপি সদস্য কমলা ম্রং, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি পলাশ হিউবার্ট, জাতীয় পার্টির নেতা আহসান হাবিবুল্লাহ প্রমুখ। পরে এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি উল্লেখিত অতিথিদের নিয়ে একই এলাকায় নারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সেলাই শোরুম পরিদর্শন ও স্থানীয় নালিখালী মিশনারী স্কুলের হল রুমে আদিবাসী নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব নারী নেত্রী কমলা ম্রং।
আপনার মতামত লিখুন :