মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি


F.Taj প্রকাশের সময় : জুলাই ২৪, ২০১৭, ৬:৪৫ PM / ৬০
মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে সোমবার কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মুক্তাগাছা শাখার ব্যানারে সকাল- ৯.০০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত অর্ধদিবস পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্ম বিরতি পালন করা হয়। কর্ম বিরতিতে অংশগ্রহন করেন পৌরসভার কর্মকর্তা- কর্মচারী এসোসিয়েশনের সভাপতি নির্বাহী প্রকৌশলী মোঃ মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, পৌরসভার সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান কবীর, বিভাগীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামাল, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদেক মিয়া, প্রচার সম্পাদক নূরুল মোমেন খান, সাংগঠনিক সম্পাদক একেএম মাহবুব মোর্শেদ রাসেল, নির্বাহী সদস্য একেএম মোফাজ্জল হক দুদু, ইসমাইল হোসেন, সৈয়দ মোকছেদুল হক, হাসিবুর রহমান, জাহাঙ্গীর আলম সোহেল, আব্দুল কাদের সেলিম। কর্ম বিরতি কর্মসূচির প্রতি একাত্বতা ও সহমর্মিতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর চেয়ারম্যান খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা, মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ তারেক।

সংগঠনের বক্তাগণ বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।