নাওমি ক্যাম্পবেলের গোপন ডেটিং


F.Taj প্রকাশের সময় : জুলাই ১৭, ২০১৭, ১:৫১ PM / ৭২
নাওমি ক্যাম্পবেলের গোপন ডেটিং

সুপার মডেল নাওমি ক্যাম্পবেল মিশরীয় ধনাঢ্য ব্যক্তির সঙ্গে গোপন ডেটিং করছেন। খবর শুনে চমকে গেলেও তা সত্যি।

আল আরবিয়া পত্রিকার খবরে বলা হয়, ৪৭ বছর বয়সী নাওমি গোপন ডেটিং করতে লন্ডনের একটি রেস্তোঁরায় ডিনারে গিয়েছিলেন ৬২ বছর বয়সী লুইস সি ক্যামেলিরির সঙ্গে। খবরে আরো বলা হয়, নাওমি ক্যাম্পবেল ভালোবাসার সম্পর্কের কথা গোপন রাখতে চান।

লুইস একাধারে ব্যবসায়ী এবং সিগারেট কোম্পানি টোব্যাকোর শীর্ষ কর্মকর্তা। বর্তমানে তিনি ১৫০ মিলিয়ন পাউন্ড সম্পত্তির মালিক। লুইসের কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার তিনটি সন্তান রয়েছে।