রমজানে রোজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইফতারের নানা আয়োজন নিয়ে হাজির হচ্ছে। হোম ফুড ডেলিভারি সার্ভিস বেশ কয়েক বছর থেকে রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে। হোম ডেলিভারি প্রতিষ্ঠানগুলোও স্বল্পমূল্যে বাসায় ও অফিসে ইফতার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ব্যস্ত জীবনে ভিন্ন স্বাদের খাবার পেতে নির্ভরতা বাড়ছে ফুড ডেলিভারি সার্ভিসের প্রতিষ্ঠানগুলোর উপরে। এমনি একটি স্বাদু খাবারের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান ‘ইজি কিচেন’।
ইফতারের নানা আয়োজন নিয়ে স্বল্পমূল্যে বাসায় ও অফিসে ইফতার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন ‘ইজি কিচেন’। সেখানকার স্পেশাল সময়মতো ইফতারি পৌঁছে দিচ্ছে অফিস কিংবা বাসায়। সেটা একেবারেই স্বল্পমূল্য। তাদের বানানো মাত্র ৪০ টাকার ইফতার আপনাকে আরও তৃপ্তি দেবে। আর এই সুস্বাদু ইফতার পেতে আগেই বুকিং করতে হবে।
এ তো গেল বাসা কিংবা অফিসের ইফতারের ব্যবস্থা। এছাড়াও বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে ইফতার করতে চাইলে পছন্দের মেনু অনুযায়ী পৌঁছে দিচ্ছে ‘ইজি কিচেন’। কর্তৃপক্ষ জানায়, ইজি কিচেনে প্রতি সপ্তাহে খাবারের মেনু পরিবর্তন করা হয়। আর প্রতিদিন মাত্র ৮০ টাকায় ক্রেতারা পাচ্ছেন ভাত-মাছ অথবা মাংস (সপ্তাহে দুই দিন গরুর মাংস এবং একদিন দেশি মুরগির মাংস), একটি ভর্তা-ভাজি অথবা সবজি-ডাল-চাটনি-ডেজার্ট।
শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিনই ‘ইজি কিচেন’ প্রাথমিকভাবে রাজধানীর গুলশান-বনানী-তেজগাঁও এবং বসুন্ধরায় এ খাবার সরবরাহ করছে। যেকোনো দিন সকাল ১১টার মধ্যে ০১৮৬৪২২২৮৬০, ০১৬১৪২২২৮৬০ নম্বরে ফোন করে অর্ডার করতে হবে। এরপর সময়মতো খাবার পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। অথবা ফেসবুকেও যোগাযোগ করে অর্ডার করা যাবে। www.facebook.com/EasyKitchenOfficial/
ইফতারির ৪০ টাকার এই প্যাকেজে যা যা থাকছে
শনিবার : পেঁয়াজু ২ পিস+ আলুর চপ ২ পিস+ বেগুনি ১ পিস+ খেজুর ২ পিস+ জিলাপি ১ পিস (বড়)+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ কলা ১ পিস।
রোববার : পেঁয়াজু ২ পিস+ স্যান্ডউইচ ১ পিস+ খেজুর ২ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ আপেল (হাফ)+ জিলাপি ১ পিস (বড়)।
সোমবার : পেঁয়াজু ২ পিস+ আলুর চপ ১ পিস+ ডিম চপ ১ পিস+ বেগুনি ১ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ৫০ গ্রাম+ বুন্দিয়া ৫০+ মালটা (হাফ)।
মঙ্গলবার : পেঁয়াজু ২ পিস+ আলুর চপ ২ পিস+ বেগুনি ১ পিস+ জালি কাবাব ১ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ বুন্দিয়া ১০০ গ্রাম+ খেজুর ২ পিস+ কলা ১ পিস।
বুধবার : পেঁয়াজু ২ পিস+ বেগুনি ১ পিস+ আলুর চপ ১ পিস+ টিকিয়া ১ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ খেজুর ২ পিস+ জিলাপি ১ পিস+ আপেল (হাফ)।
বৃহস্পতিবার : পেঁয়াজু ২ পিস+ আলুর চপ ১ পিস+ ভেজিটেবল চিকেন রোল ১ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ বুন্দিয়া ১০০ গ্রাম+ কমলা ১ পিস।
শুক্রবার : পেঁয়াজু ২ পিস+ বেগুনি ১ পিস+ আলুর চপ ১ পিস+ সবজি বড়া ২ পিস+ মুড়ি ৫০ গ্রাম+ ছোলা ১০০ গ্রাম+ রেশমি জিলাপি ২ পিস+ খেজুর ২ পিস+ কলা ১ পিস।
আপনার মতামত লিখুন :