মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না- ওবায়দুল কাদের


F.Taj প্রকাশের সময় : মে ২৭, ২০১৭, ৬:৩০ PM / ৬৩
মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না- ওবায়দুল কাদের

সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যেসব ভাস্কর্য রয়েছে, সেসব সরানোর প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার এক্ষেত্রে অনড় ও অটল অবস্থানে রয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসণ এবং রাস্তা সম্প্রসারণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রমজান মাসে সব মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করা হয়েছে। মহাসড়কের পাশ থেকে ভাসমান দোকানগুলো সরিয়ে দেয়ার কাজ চলছে। রমজানে মহাসড়কে যাতায়াতকারীরা যানজটের বিড়ম্বনায় পড়বেন না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতাদের একেক জনের কথা একেক রকম। তবে বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্য আমার বক্তব্য একই সুরে গাঁথা। খালেদা জিয়ার বক্তব্য হল রাজনৈতিক বক্তব্য।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। যুদ্ধাপরাধীদের বিচার তার একক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।