মুক্তাগাছায় টিআইবি’র তথ্য মেলা ও গণশুনানী


Tajul প্রকাশের সময় : মে ২২, ২০১৭, ২:১৮ PM / ৯২
মুক্তাগাছায় টিআইবি’র তথ্য মেলা ও গণশুনানী

দূর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে সোমবার আরকে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তথ্য মেলা ও গণ শুনানীর উদ্বধোন করেন তথ্য মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দনী আহমেদ।

তথ্য মেলা ও গণশুনানী

তথ্য মেলা ও গণশুনানী
তথ্য মেলা ও গণশুনানীতে ফিতা কেটে উদ্বোধন করছেন অতিথিবৃন্দ

সচেতন নাগরিক কমিটি মুক্তাগাছা উপজেলার সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসান আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস, তথ্য মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা সনাক সহ-সভাপতি মলিনা রানী দত্ত প্রমুখ। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, সনাক ও দুপ্রকের সহযোগিতায় দুই দিন ব্যাপি তথ্য মেলা ও গণশুনানীতে ৪০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। (বিস্তারিত আসছে…)