সমন্বিত উন্নয়নে নারীর ভূমিকা ব্যপক- সালাহউদ্দিন আহমেদ মুক্তি


F.Taj প্রকাশের সময় : মে ২১, ২০১৭, ৭:৫৯ PM / ৫৭
সমন্বিত উন্নয়নে নারীর ভূমিকা ব্যপক- সালাহউদ্দিন আহমেদ মুক্তি

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন, সমন্বিত উন্নয়নে নারীর ভূমিকা ব্যপক। নারী পুরুষের সমন্বিত উদ্যোগ ও কর্মের মাধ্যমে এদেশ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে।

২০২১ সালের আগেই রুপকল্প ডিজিটাল বাংলাদেশ গড়তে পারব। এক্ষেত্রে নারী পুরুষের সমন্বিত উন্নয়নে নারীর ভূমিকা ব্যপক। নারীর কারনেই এ পৃথিবী আজ গোছালো।

রবিবার মুক্তাগাছা শহরের ইশ্বরগ্রাম গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা নারী। সমাজের প্রতিটি স্তরে নারীরা স্ব-স্ব ক্ষেত্রে যোগ্যতা প্রমাণে পুরুষের সমান। দুপুরে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি উম্মে কুলসুমের সভাপতিত্বে তাবাসসুস তিথির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলী উসমান, পৌর কাউন্সিলর মির্জা আবুল কালাম, আসমা বেগম, জোবায়ের আহমেদ গালিব, সেলিনা আক্তার, কামরুন্নাহার প্রমূখ।