বিএনপি কার্যালয়ে কিছু পায়নি পুলিশ


F.Taj প্রকাশের সময় : মে ২০, ২০১৭, ১১:০৫ AM / ৬০
বিএনপি কার্যালয়ে কিছু পায়নি পুলিশ

বিএনপি কার্যালয়ে তল্লাশী চালিয়ে কিছু পায়নি পুলিশ। তল্লাশী শেষে কোন কিছু না পেয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ছেড়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কার্যালয় ত্যাগ করে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশী শেষ হয়েছে। তবে সেখান থেকে কোন কিছুই পাওয়া যায়নি।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। কেন তল্লাশী জানতে চাইলে তখন ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে ওয়ারেন্ট রয়েছে। নাশকতার সরঞ্জাম রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।’