খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি


F.Taj প্রকাশের সময় : মে ২০, ২০১৭, ১০:৫৬ AM / ৫২
খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর গুলশান কার্যালয়ের আজ শনিবার সকাল ৭টা থেকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি স্বীকার করছেন। তিনি বলেছেন, আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এ তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বা ডকুমেন্ট আছে কী না- তা দেখা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৭ টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। সাধারণত ওই এলাকায় নিরাপত্তার জন্য সবসময় কিছু পুলিশ মোতায়েন থাকে।তবে, আজ অন্যান্য দিনের থেকে পুলিশের সংখ্যা বেশি।