বাংলার জনপ্রিয় পপ সংগীত শিল্পী মিলা বিয়ে করছেন শুক্রবার রাতেই। রাজধানীর বারিধারাতে নিজ বাসাতেই বিয়ে হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন `বাবু রাম সাপুড়ে` গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী নিজেই।
মিলা জানান, আপাতত ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আর শিগগিরই বিবাহোত্তর আনুষ্ঠানিকতা হবে বেশ জমকালো আয়োজনে- বললেন মিলা।
জানা গেছে, মিলার বরের নাম পারভেজ সানজারি। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে।
মিলা বলেন, আমাদের দুজনার প্রেম টানা ১০ বছরের। আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।
আপনার মতামত লিখুন :