সড়কে গেল শিক্ষা একাডেমির মহাপরিচালকের প্রাণ


F.Taj প্রকাশের সময় : মে ১৩, ২০১৭, ১২:৫৫ PM / ৭০
সড়কে গেল শিক্ষা একাডেমির মহাপরিচালকের প্রাণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন। উপজেলার বারাইহাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন রাজিব সাংবাদিকদের জানান, খাগড়াছড়িতে সরকারি একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালকদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ফজলুর রহমানসহ ৫ জন আহত হন। তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।