হেরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল


F.Taj প্রকাশের সময় : মে ১১, ২০১৭, ৩:০৮ PM / ৪৭
হেরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বুঁফোদের বিরুদ্ধে খেলবেন রোনালদোরা৷ বুধবার ভিসেন্তে ক্যাডেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেলেও, ব্যার্নাব্যুতে ৩-০ জেতার সুবাদে দু’লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতে শেষ হাসি হাসলেন জিদানের শীষ্যরা।
এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ করতে থাকে দুদলই৷ তিন গোলে পিছিয়ে থাকা অ্যাটলেটিকোর তাগিদ বেশি ছিল সেটা বলাই বাহুল্য৷ ৮মিনিটে সাউলকে বক্সের মধ্যে ফেলে দেয় রিয়াল ডিফেন্ডার৷ তবে পেনাল্টি দেননি রেফারি৷ চার মিনিট পরেই ম্যাচে লিড নেয় সিমিওনের ছেলেরা৷ কোকের কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাউল৷ ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ‘লস রোজিব্লাঙ্কোস’৷ টোরেসকে বক্সের মধ্যে ফেলে দেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারান৷ পেনাল্টি থেকে গোল করেন গ্রিজম্যান৷ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে ম্যাচে ছন্দে ফেরে জিদানের ছেলেরা৷ ইস্কো-মডরিচ কম্বিনেশনে মাঝমাঠের দখল নেয় গ্যালাকটিকোসরা৷ ৪২ মিনিটে বেনজিমার তিনজনকে কাটিয়ে বক্সে বল পাঠান৷তা থেকে ব্যবধান কমান ইস্কো৷ ৬৬ মিনিটে অ্যাটলেটিকোর গ্রেমিইরোর হেড দুরন্ত সেভ দেন রিয়াল গোলকিপার নাভাস৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও দু’লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতে ফাইনালে পা রাখে গতবারের চ্যাম্পিয়নরা৷