অনলাইন পেজ ফ্যাশন আড্ডার এক বছর পূর্তী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে হয়ে গেল এক জমকালো আয়োজন।
ফ্যাশন ফেস্ট ২০১৭ নামের এই অনুষ্ঠানে ফ্যাশন নিয়ে আড্ডার পাশাপাশি ছিল তরুণ ডিজাইনারদের এক্সপেরিমেন্টাল পোশাক নিয়ে এক ফ্যাশন শো। চার জন ডিজাইনারের চারটি ফ্যাশন শো এর মধ্যে প্রসংশিত হন ডিজাইনার রুহুল চৌধুরী। তাঁর এক্সক্লািসভ পোশাকে র্যাম্পে হেটেছেন দেশসেরা মডেলরা। আর সুপার মডেল সৈয়দ রুমা ছিলেন শো স্টপার। তাঁকে রুহুলের ব্যতিক্রমী ডিজাইনের লাল গাউনে মোহনীয় দেখাচ্ছিল। ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন টনি মাহমুদুল আর পুরো আয়োজনে ছিলেন সাখাওয়াত রিহান ও নাজমি জান্নাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাহনুর মাহবুবা চাঁদনী, জনপ্রিয় নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও চিত্রনায়ক সাঞ্জু জন প্রমুখ।
আপনার মতামত লিখুন :