টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭ ও আহত হয়েছে ৩০


Sharif Khan প্রকাশের সময় : মে ৩, ২০১৭, ১২:৩৩ AM / ৮২
টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭  ও আহত হয়েছে ৩০

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আনুমানিক ৩০ জন। ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহণের যাত্রীবাহী বাস মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুরে খাদে পড়ে এই ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমির হোসেন জানান, হরিপুরের গুনগ্রামে বিনিময় পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত জন নিহত ও ৩০ জন আহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি জানান।

অল্প সময়ের মধ্যেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠে ৷