মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ


Sharif Khan প্রকাশের সময় : মে ১, ২০১৭, ২:২৭ AM / ৭০
মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ

মুক্তাগাছা উপজেলার সরকারি হাটবাজার হতে ইজারালব্ধ আয়ের ৪ভাগ হিসাবে প্রাপ্ত অনুদানের চেক মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়। রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শহীদ হযরত আলী অডিটরিয়ামে উপজেলার ২শ মুক্তিযোদ্ধার মাঝে ৪লক্ষ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের এমপি, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদু, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভিন প্রমুখ।