আগস্টে ২টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ৮:২৪ PM / ৪২
আগস্টে ২টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান। তিনি বলেন, দুবাইয়ে আইসিসি সভার বাইরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকা ও ফতুল্লায় টেস্ট দুটি হওয়ার কথা ঈদুল আজহার আগে ও পরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার বৈঠকে উপস্থিত ছিলেন। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সফরে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে দল পাঠাতে অপারগতা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সে সময়ে বাংলাদেশে এসে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল।