মুক্তাগাছা পৌর কর্মচারীদের কর্ম বিরতি


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৭, ৩:৩৮ PM / ১৫৯
মুক্তাগাছা পৌর কর্মচারীদের কর্ম বিরতি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের  বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে গতকাল বুধবার মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মুক্তাগাছা শাখার ব্যানারে সকাল ১১টা হতে  ঘন্টাব্যাপী পৌরসভার সামনে রক্তিম স্বাধীনতার পাদদেশে এ কর্ম বিরতি পালন করা হয়। কর্ম বিরতিতে অংশগ্রহন করেন পৌরসভার সচিব মোঃ ইউনুছ আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ মুখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী সুকোমল রায়, বস্তি উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদেক মিয়া, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জামান কামাল, সহসভাপতি মোঃ নূরুল মোমেন খান, সেক্রেটারী মোফাজ্জল হক দুদু, ইসমাইল হোসেন, সৈয়দ মোকছেদুল হক, কর্মকর্তা কর্মচারী বৃন্দ। কর্মবিরতিতে সচিব ইউনুছ আলী বলেন স্থানীয় সরকার অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার ইনস্টিটিউটসহ অনেক প্রতিষ্ঠান সরকারের রাজস্ব তহবিল হতে সকল সবিধা প্রাপ্ত হয়। অথচ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ সংবিধানের ৫৯(১) অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকার  (পৌরসভা) আইন ২০০৯ এর আওতায় গঠিত পৌরসভা একটি প্রশাসনিক ইউনিট হিসাবে গণ্য হওয়া সত্ত্বেও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব তহবিল হতে বেতন-ভাতা ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত। এ বৈষম্য দূরীকরণে সরকারের প্রতি দাবি জানান।