বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত


F.Taj প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০১৭, ৭:৩১ PM / ৪৮
বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় শাহ আলম নামের এক পুলিশ সদস্য ট্রাকচাপায়  নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সকালে উপজেলার মোকামতলা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলমের বাড়ি নওগাঁ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

মোকামতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোর পৌনে ৬টায় পুলিশ কনস্টেবল শাহ আলম রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তার মৃত্যু হয়। লাশ হাসপাতােলের মর্গে রাখা হয়েছে।