সড়ক দূর্ঘটনায় পড়েছেন মাশরাফি


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৭, ১১:২৪ PM / ৫৯
সড়ক দূর্ঘটনায় পড়েছেন মাশরাফি

খাগড়াছড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার মাইক্রোবাস। মাইক্রোবাসের পেছনে মোটর সাইকেলের ধাক্কা লাগে। খাগড়াছড়ির সাজেকে ছুটি কাটাতে গিয়েছিলেন মাশরাফি।  নিজের ভেরিফিয়েড ফেইসবুক পেজেও জানিয়েছিলেন।  সেখানে লিখেছিলেন, “কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন।  জঙ্গলেই মঙ্গল। ”

রোববার বিকেলে অবকাশ যাপন শেষে ফিরে আসার পথে দূর্ঘটনাটি ঘটে। মাশরাফির এক ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য পিছু নেন। মোটর সাইকেলে করে পিছু পিছু প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার আসেন তিনি। এরপর সংঘর্ষ ঘটে মাশরাফির মাইক্রোবাসের সাথে।  বিষয়টি  নিশ্চিত করেছেন মাশরাফির একজন ঘনিষ্ঠ জন।  তিনি সেই মাইক্রোবাসেই মাশরাফির সহযাত্রী ছিলেন। মোটর সাইকেল আরোহী চোট পেলেও তা গুরুতর নয় বলে তিনি জানান। মাশরাফি বিন মুর্তাজাও রয়েছেন অক্ষত অবস্থায়।  তবে মাইক্রোবাসের পেছনের কাঁচ ভেঙে গিয়েছে।​