ইডেন গার্ডেন্সে আজ কলকাতার হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমেছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। নিয়মিত ওপেনার ক্রিস লিনের ইনজুরিতে গৌতম গম্ভীরের পার্টনার হিসেবে সবাই যখন রবিন উথাপ্পার কথা ভাবছিল-তখন সবাইকে চমকে দিয়ে মাঠে নামেন সুনীল।
আর ওপেনিংয়ে ব্যাট হাতে নেমেই তুললেন ঝড়, তিনি ১৮ বলে ৩৭ রান নিয়ে আউট হয়েছেন।
কিংস ইলেভেন পাঞ্জাবের দেয়া ১৭১ রানের টার্গেট তাড়া করতে মাঠে নেমেছে দলটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১০ ওভারে ১২১ রান তুলেছেন রান নিয়েছে কলকাতা।
আরো অন্তত চারজন স্বীকৃত ব্যাটসম্যান থাকার পরও কলকাতা কেন এমন কৌশল নিয়েছে তা জানা যায়নি। বিশেষ করে যখন ভারত জাতীয় দলের সাবেক ওপেনার রবিন উথাপ্পা দলে আছেন।
তবে সুনীল নারিনের জন্য ওপেনিং ব্যাটসম্যানের ভুমিকা মাঠে নামা এবারই প্রথম নয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের গত আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে তিনি ৩টি ম্যাচে ইনিংস সুচনা করেছেন ব্যাট হাতে।
আপনার মতামত লিখুন :