ময়মনসিংহে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০১৭, ৬:০৫ PM / ৬৩
ময়মনসিংহে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

ময়মনসিংহের ধোবাউড়া এবং নেত্রকোনার দুর্গাপুর সড়কের ধোবাউড়ার গোয়াতলায় কংশ নদীর উপর নির্মিত লোহার ব্রিজের স্লাব ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাতে একটি ট্রান্সপোর্টের ট্রাক যাওয়ার পথে ব্রিজের স্লাব ভেঙে পড়ে।

বুধবার সকাল থেকে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প রাস্তায় ঘুরে কয়েক ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের।

ভূক্তভোগীরা অবিলম্বে ব্রিজ সংস্কারের কাজ শুরুর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক জানান, ঘটনাস্থলে স্টাফ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রাস্তায় যানচলাচলের ব্যবস্থা করা হবে।