বিনিয়োগের আগ্রহ ভারতের


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৭, ১২:২৮ AM / ৮২
বিনিয়োগের আগ্রহ ভারতের

বাংলাদেশে দক্ষ জনবল খাতে বিনিয়োগ করতে চায় প্রতিবেশী দেশ ভারত। কনসালটেন্সি, প্রকৌশল, আইটি, লজিস্টিক, স্কিল্ড ডেভেলপমেন্ট খাতে দক্ষতা বৃদ্ধি ও কর্মী তৈরির লক্ষ্যে ইনস্টিটিউট গড়ে তুলতে এ বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দিয়েছেন। এক্ষেত্রে তারা যৌথ বিনিয়োগেও রাজি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র বলছে, বর্তমানে বাংলাদেশে স্কিল্ড এমপ্লয়মেন্ট মার্কেটের পরিধি চার বিলিয়ন ডলারেরও বেশি। দেশে মিডিল ক্লাস দক্ষ কর্মীর অভাবে প্রতি বছর সমপরিমাণ বিদেশি মুদ্রা ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কর্মীরা নিয়ে যাচ্ছেন। এসব বিদেশি কর্মীর বেশিরভাগই ওয়ার্ক পারমিট ছাড়াই এদেশে বাস করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত) মুন্সী সফিউল হক  বলেন, দেশে দক্ষ জনবল তৈরিতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল মন্ত্রণালয়কে জানিয়েছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও শিল্পায়নের পথে বড় বাধা মিডিল ক্লাস কোয়ালিফাইড এমপ্লয়ার। এ ঘাটতি পূরণে এদেশে বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা। সরকারের কাছে প্রয়োজনীয় জমি পেলে তাদের বিনিয়োগকারীরা এদেশে একাধিক ইনস্টিটিউট গড়ে তুলতে চান।