ইরাকের রাজধানী বাগদাদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চালানো ওই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রাথমিক ৪৫ জন নিহতের খবর জানান। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আইএস বলে, দক্ষিণাঞ্চলের শিয়াতে আল-বায়া জেলায় একটি গাড়ির বাজারকে লক্ষ্য করে বোমা হামলাটি তাদের ‘যোদ্ধারা’ চালিয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
হামলার পরপরই ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
আপনার মতামত লিখুন :