দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অন্য চার কমিশনার হলেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।
আজ সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁদের নিয়োগ অনুমোদন করেছেন। রাতেই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী সিইসি ও কমিশনারদের নিয়োগ অনুমোদন করেন। রাত সাড়ে ১০টায় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব।
সোমবার রাত ১১টার দিকে এ প্রতিক্রিয়া জানান কে এম নুরুল হুদা। সাবেক এই সচিব বলেন, শপথ নেওয়ার পর অন্য কমিশনারদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
আপনার মতামত লিখুন :