‘আমি ক্রাইম করেছি’-তামিম


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৭, ১১:৫২ AM / ১১৯৬
‘আমি ক্রাইম করেছি’-তামিম

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তামিমের কণ্ঠে বারবার শোনা গেল অনুশোচনা। তামিম ইকবাল বলেন, ‘আমি অধিনায়ক ছিলাম। ভালোভাবে নেতৃত্ব দেয়া উচিত ছিল। অধিনায়ক তো শুধু নামে নয়, আমার ব্যাটিং নিয়ে নেতৃৃত্ব দিতে পারতাম। দলের নেতা হিসেবে দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছি, এতে বাকিদের কাছে ভালো কোনো বার্তা যায়নি।’

‘আমি ক্রাইম করেছি’- ম্যাচ শেষে এভাবেই নিজেকে দোষ দিলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৫ রানের পর দেশসেরা ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় দফায় উইকেট খোয়ান ৮ রানে। আর পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এতে ক্রাইস্টচার্চ টেস্টে দৃশ্যত তিন দিনেই হার দেখলো তামিম বাহিনী। বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচের তৃতীয় দিনের খেলা ।

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে শর্ট বল এড়িয়ে না গিয়ে পুল করতে যান তামিম। এতে পেছনে ক্যাচ দেন তিনি। ওটা ছিল বাংলাদেশ ইনিংসের মাত্রই চতুর্থ ওভার। আর দ্বিতীয় ইনিংসে তামিম আউট হলেন আরও বাজেভাবে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডার নিয়ে শর্ট বল দেয়া হলো তামিমকে। সাজানো ফাঁদে পা দিলেন তামিম দ্রুতই। পুল শটে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম। ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এটা ছিল মাত্রই ষষ্ঠ ওভার।

রেকর্ডে-পরিসংখ্যানে দলের সেরা ব্যাটসম্যানও তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, তিন ফরমেটের ক্রিকেটেই বাংলাদেশের সর্বাধিক রানের মালিক তিনি। প্রথম ইনিংসে শেষের ব্যাটসম্যানদের দৃঢ়তায় নিউজিল্যান্ডের সংগ্রহ পৌঁছে ৩৫৪ রানে। গতকাল ম্যাচের চতুর্থ দিনে অবশিষ্ট তিন উইকেটে কিউইরা স্কোর বোর্ডে যোগ করে ৯৮ রান। এতে প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায় নিউজিল্যান্ড। তাই দায়িত্বটা বেশি ছিল তামিমেরই।