বাংলাদেশের পর কলকাতায় সেরা হলো ‘শিকারি’ ছবিটি। কলকাতার অ্যাওয়ার্ড এর সেরা ছবির পুরস্কার জিতে নিলো শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি শিকারি। গত রোববার রাতে কলকাতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসরটি বসে।তাতে সেরা চলচ্চিত্রের পাশাপাশি এই ছবিতে অভিনয়ের জন্য টালিউডের নায়িকা শ্রাবন্তীও সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার জেতেন।
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত যৌথ আয়োজনের এই ছবিটি বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বেশ কটি দেশে মুক্তি পায় ও ব্যবসা সফল হয়।
‘শিকারি’ ছবির এমন সাফল্যে শাকিব খান বলেন, আমার অভিনীত প্রথম যৌথ আয়োজনের ছবি বিদেশে সেরা ছবির সম্মান পেল। এই ভালোলাগা ভাষায় প্রকাশের মতো নয়। এই ছবির মাধ্যমে আমাদের দেশের লিডিং কোনো হিরোর ছবি প্রথমবার বিদেশি সম্মাননা পেল। এটি একটি বিশাল অর্জন।
গত বছরের জুলাই মাসে বাংলাদেশে মুক্তি পায় শিকারি। আর ভারতের পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায় আগস্ট মাসে। কলকাতার অ্যাওয়ার্ড প্রতিবছর টালিউডসহ বলিউড, ভারতের টিভি তারকাদের দেওয়া হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :