ভারতের সাকেব অধিনায়ক সৌরভ গাঙ্গুলিসহ মোট ৬ জনের নামে ইডেন গার্ডেনসে স্ট্যান্ডের প্রস্তাব দেয়া হয়। বিষয়টি তখন পাস হয়। কিন্তু মাঠটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় তাদের অনুমতি দরকার ছিল। বছর খানেকের ভেতরে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।
গত বছর ভারতের পশ্চিম বঙ্গের ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র (সিএবি) এক সভায় এই প্রস্তাব উপস্থাপন করা করা হয়। এতে কলকাতার ইডেন গার্ডেনসের একটি স্ট্যান্ডের নাম হবে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নামে।
এছাড়া ভারত ক্রিকেট বোর্ডের সাবেক প্রধাত প্রয়াত জগমোহন ডালমিয়ার নাম দেয়া হবে একটি স্ট্যান্ডে। বাকি চার স্ট্যান্ডের নাম হবে সাবেক ক্রিকেটার পঙ্কজ রায়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাবেক প্রেসিডেন্ট বিএন দত্ত, এএন ঘোষ ও স্নেহাংসু আচার্য’র নামে।
সৌরভ গাঙ্গুলি বর্তমানে সিএবি’র প্রেসিডেন্ট। তিনি সেনাবাহিনীর কাছ থেকে অনুমোদন পাওয়ার ব্যাপারে বলেন, আমরা সেনাবাহিনীর কাছ থেকে ইডেনে স্ট্যান্ডের নাম করণের অনুমতি পেয়েছি।
আপনার মতামত লিখুন :