ঘটা করে জন্মদিন পালন প্রথমবার


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০১৭, ১২:৩১ AM / ৫৬১৪
ঘটা করে জন্মদিন পালন প্রথমবার

১৫ জানুয়ারি ছিল সংগীত ক্লোজআপ ওয়ান তারকা সালমার জন্মদিন। দিনটি উদ্যাপনের প্রস্তুতি জানতে চাইলে সালমা বলেন, গত ১ জানুয়ারি আমার মেয়ে স্নেহার জন্মদিন ছিল। সে ছিল দিনাজপুরে ওর আব্বুর কাছে। ওই দিন মেয়েটাকে কাছে পাইনি। আমার এই জন্মদিনটা শুধু ওর সঙ্গে সেলিব্রেট করব। সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় খুব কাছের কিছু মানুষকে নিয়ে কেক কাটবেন তিনি।

এর আগে কখনোই ঘটা করে জন্মদিন উদ্যাপন করা হয়নি তাঁর। তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর ছিল ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার ১০ বছর পূর্তি। গত ১০ বছরে মাত্র একবার জন্মদিন উদ্যাপন করেছিলাম। এটি হবে দ্বিতীয়বার।’ তাই সালমার এবারের জন্মদিনটা বিগত কয়েক বছরের তুলনায় একটু অন্যরকম। জীবনে এসেছে অনেক পরিবর্তন।

২০০৬ সালের ক্লোজআপ ওয়ানে বিজয়ী হয়েছিলেন সালমা। ২০১০ সালে বিয়ে করেন সাংসদ শিবলি সাদিককে। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের।