ওয়েলিংটনে শুধু বেশি রান না, জয়েরও স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট দল। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান এ দিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৬৪ রানে আর গতকাল অপরাজিত থাকলেন কিউইদের বিপক্ষে ৫৪ রানে। দিনের ১৬ ওভার খেলা হতেই ৮ উইকেট হারিয়ে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহীম। আগের ৫৪২ রানের সঙ্গে যোগ হয়েছে ৫৩ রান।
বোলার রাব্বির দাবি দিনটি খুব খারাপ যায়নি, কারণ টেস্ট ক্রিকেটে সবকিছু সম্ভব। গতকাল যেমন শুরুতেই তিনি দুই উইকেট তুলে নিয়েছিলেন। তাই বেসিন রিজার্ভে টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনের ব্যাটিং ইতিহাস যাই থাকুক না কেন রাব্বির বিশ্বাসটা হয়তো ফলেও যেতে পারে। এর অন্যতম কারণ স্কোরবোর্ডে টাইগারদের রানের পাহাড়।
গতকাল বাংলাদেশ ৭ উইকেটে ৫৪২ রান নিয়ে খেলতে নামে। ১০ রানে অপরাজিত সাব্বিরের সঙ্গে জুটি বাঁধেন তাসকিন। অভিষেক ম্যাচে তিনি মাত্র ৩ রান করলেও ২০ বল টিকে থেকে সাব্বিরকে রান নেয়ার সুযোগ দেন। অষ্টম উইকেটে ওঠে ২৪ রান। এরপরে রাব্বিও একইভাবে সঙ্গ দেন সাব্বিরকে।
খেলার ফলাফল বলে দিবে শেষ কথা। এবার শুধু দেখার পালা। কি হয় এই টেস্টে ?
আপনার মতামত লিখুন :