পঞ্চম বছরে নভোএয়ারের লক্ষ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা করবে। নভোএয়ারকে বিশ্বমানে উন্নীত করার প্রত্যাশা নিয়ে বেসরকারি খাতের এই বিমান সংস্থাটি তাদের চতুর্থ বর্ষপূর্তি উৎসবে এমন কথা জানিয়েছে।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নভোএয়ারের চতুর্থ বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নভোএয়ার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। এর যাত্রী সংখ্যাও বাড়ছে। তাদের আর বড় পরিসরে যাত্রীদের সেবা দিতে হবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নভোএয়ার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যবসার মাধ্যমে মানুষের সেবা দিতে নভোএয়ার কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :