২০ মাস পর সিলেটে বিএনপির কর্মসূচি


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৭, ১২:০৭ AM / ১১০
২০ মাস পর সিলেটে বিএনপির কর্মসূচি

সর্বশেষ ২০১৫ সালের ২ এপ্রিল সরকারের পদত্যাগের দাবিতে সিলেট নগরীর বারুতখানায় মিছিল বের করে বিএনপি ও অংগসংগঠন। ওই মিছিলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এরপর প্রায় ২০ মাস পর সিলেটের রাজপথে নামছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সিলেট বিএনপি রোববার (০৮ জানুয়ারি) বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে বিক্ষোভ সমাবেশ করবে।

এ দিনের কর্মসূচিতে জেলা ও মহানগরের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে শনিবার (০৭ জানুয়ারি) জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি বলেন, জেলা ও মহানগর বিএনপ’র আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে নগরী ও তৎসংলগ্ন থানাগুলোর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেবেন। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলেও পুলিশ বাধা দেয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে নেতাকর্মীরা রাস্তায় নামবে। রোববার বিক্ষোভ সমাবেশ করতে পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।