মৌসুমীর নতুন ছবি ঘুম


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০১৭, ১১:১৭ PM / ১০৯
মৌসুমীর নতুন ছবি ঘুম

নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন মৌসুমী। এ মাসের শেষ দিকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম ‘ঘুম’। এই ছবির মাধ্যমে ১৩ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কাজী হায়াৎ ও মৌসুমী।
২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস ছবিতে সর্বশেষ অভিনয় করেন মৌসুমী। তিনি বলেন, একজন টোকাই ও একজন শ্রমজীবী নারীর অসম প্রেমের গল্প নিয়ে এই ছবির কাহিনি এগোতে থাকে। টোকাইয়ের চরিত্রে অভিনয় করবে কাজী মারুফ। আর তার সঙ্গে মানানসই বয়সের একজন নারীর চরিত্রে আমাকে দেখা যাবে।প্রাথমিকভাবে এ ছবির কথা চুড়ান্ত হয়েছে। তিনি গুনী পরিচালক । তার কাজ করতে পারলে ভালোই লাগবে।

এই ছবিতে মৌসুমী ভীষণ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন বলে জানান পরিচালক।