আরবিআই টাকা তোলার সীমা বাড়াল


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০১৭, ১২:১৫ AM / ১১৩
আরবিআই টাকা তোলার সীমা বাড়াল

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) আজ শনিবার এক বিবৃতিতে নতুন সংবাদ দিয়েছে। এটিএম বুথ থেকে রুপি তোলার দৈনিক সীমা বাড়ানোর  তথ্য জানায় আরবিআই।

১ জানুয়ারি থেকে প্রতিদিন ডেবিট কার্ডে তোলা যাবে সাড়ে চার হাজার রুপি পর্যন্ত, যা এখন আড়াই হাজার রুপি। তবে ব্যাংক ও এটিএম মিলিয়ে সপ্তাহে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলার যে সীমা রয়েছে, তা একই থাকছে।

কালোটাকা প্রতিরোধে গত ৮ নভেম্বর এক ঘোষণায় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে মোদি সরকার। সংবাদে এখন অনেক খুশি।