পুত্রসন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খান। সোমবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে তিনি এই সন্তানের জন্ম দেন যুক্তরাজ্যের কারশেলটনের সেন্ট হেলিয়ার হাসপাতালে। গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি অবশেষে সেই মা হওয়ার স্বাদ তিনি গ্রহন করলেন। বর্তমানে মা ও ছেলে উভয়ে সুস্থ আছে।
মা হওয়ার অনুভূতি জানিয়ে ফেসবুকে ঈশিকা লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপা ও সবার আশীর্বাদে আমার পুত্র পৃথিবীর আলো দেখেছে। জীবনে অনেক কিছু নিয়ে গর্ব করেছি। কিন্তু মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ওর মুখ দেখে গত কয়েক মাসের সব কষ্ট নিমিষে ভুলে গেছি।’
চলতি বছরের ২৮ মার্চ ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে তাদের আকদ হয়। গত ১ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দু’জনে। সন্তানের জন্মের সময় হাসপাতালে ছিলেন ঈশিকার স্বামী লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খান। খুব শিগগিরই সন্তানসহ তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :