অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০১৬, ১:০৯ PM / ১১৬
অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

চট্টগ্রাম নগরের বাকলিয়ার বলির হাট এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী। রবিবার ভোররাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়। মারা যাওয়া দুজন হলেন মোহাম্মদ সৈয়দ হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী নাহিদা সুলতানা (২৬)। তবে ধারনা করা হচ্ছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রথমে একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগে। পরে তা আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুজনের মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে এমনটাই ধারনা চিকিৎসকদের।