১৪৭ রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো ছিল না বাংলাদেশের। ১৯ রানে ওপেনার মাহিদুলকে হারানোর পর দলকে এগিয়ে নেয় সাইফ-আফিফ হোসেনের দ্বিতীয় উইকেট জুটি। দুজন যোগ করেন ৪২ রান। ১ উইকেটে ৬১ থেকে স্কোর হুট করে ৩ উইকেটে ৬৮ হয়ে যাওয়ায় খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে সাইফ-রায়ান রাফসান ৭৪ রান যোগ করে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। জহির খানের বলে উইকেটকিপার ইকরাম ফায়িজির ক্যাচ হওয়ার আগে সাইফ করেছেন ৬৭ রান। এটা যুব এশিয়া কাপের খবর।
এবার শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানকে নিয়ে খুব বেশি ‘হোম ওয়ার্ক’ করার সুযোগ হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমনকি শ্রীলঙ্কায় পৌঁছে তারা অনুশীলনে নেমেছে বেশ দেরিতে। তবুও মাতারায় যুব এশিয়া কাপে আজ আফগানদের হারাতে খুব একটা বেগ পেত হয়নি তাদের। অধিনায়ক সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৫ উইকেটের জয়।যুব এশিয়া কাপে অসাধারণ সূচনার পর বাংলাদেশ কাল গলে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ৪৮.৩ ওভারে তারা অলআউট হয় ১৪৬ রানে। সর্বোচ্চ ৩২ রান করেছেন নিসার ওয়াদাত।
আপনার মতামত লিখুন :