আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৮, ১২:৪১ PM /
আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সংবাদপ্রবাহ ডেস্ক :    স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। আজ রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হবে। তবে হঠাৎ করে কেন এই বৈঠক তা তিনি জানাতে পারেননি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফর, ছাড়াও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের পর্যালোচনা এবং আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হতে পারে।