সালমান-জ্যাকলিন আবারো একসাথে


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০১৬, ১১:২৮ AM / ১২৭
সালমান-জ্যাকলিন আবারো একসাথে

কিক’এর সাফল্যের পর এর সিক্যুয়েল বানাচ্ছেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। কিক’ টু ছবির কাজ আগামী বছর শুরু করতে চলেছেন পরিচালক। তবে এবারও এ ছবিতে থাকছেন সালমান ও জ্যাকলিন।

এদিকে ২০১৫ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেছিলেন‍, ‘কিক’ ছবির সিকুয়্যেলে আর থাকছেন না জ্যাকুলিন। এরপর গুঞ্জন উঠল, জ্যাকুলিনের বদলে আসতে পারেন কৃতি শ্যানন বা অ্যামি জ্যাকসন।

কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিলেন পরিচালক নিজেই। সাজিদ নাদিয়াদওয়ালার চারটি ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন। ‘হাউসফুল’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পর্ব, ‘কিক’ ও ‘ঢিশুম’ ছবিতে নায়িকা ছিলেন তিনি।

একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, ‘কিক’ তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি ছবি। ‘কিক’ ছবি করার পর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী। তাই সালমানের বিপরীতে কাজ করার বিষয়টিকে তিনি লাকি চার্ম হিসেবেই দেখছেন।