মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে আহত ২০


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০১৬, ২:৩২ PM / ১৩৩
মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে আহত ২০

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি গাজীপুর থেকে গুলিস্তান যাচ্ছিল। রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। রমনা থানার ওসি মশিউর রহমান এ কথা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে রাসেল ও জহুরুল নামে দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

বাসের এক যাত্রী আতাউর বলেন, ড্রাইভার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা চলছিল। ওভারটেক করতে গিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।