৩১০ রানের টার্গেট পেলো বাংলাদেশ। ইংল্যান্ডের বেন স্টোকসের সেঞ্চুরি ও জস বাটলারের অর্ধশতকে সাত উইকেট ৩০৯ রানের বড় স্কোর দিলো টাইগারদের। এখন এই স্কোর ভাঙ্গতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জয়ের মুখ দেখতে পারবে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ-মোশাররফের ক্যাচ মিসে ব্যক্তিগত ৬৯ ও ৭১ রানে দু’বার জীবন পান স্টোকস। ৩১তম ওভারে তাসকিন আহমেদের বলে মিডঅনে সহজ ক্যাচটি ফেলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারেই মাশরাফির স্লোয়ারে ডিপ কাভারে হাওয়ায় ভাসানো ক্যাচটি হাতছাড়া করেন মোশাররফ হোসেন।
এর আগে অষ্টম ওভারে ইংল্যান্ডের দলীয় ৪১ রানের মাথায় বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শফিউল ইসলাম। ১৬ রান করে মাশরাফি বিন মর্তুজার তালুবন্দি হন ওপেনার জেমস ভিঞ্চি। ১২তম ওভারের দ্বিতীয় বলে জেসন রয়কে (৪১) সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন সাকিব আল হাসান। পরের ওভারেই রান আউটের ফাঁদে পড়েন জনি বেয়ারস্টো (০)।
এ ম্যাচটি জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ ওয়ানডে জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। সবশেষ চারবারের দেখায় তিন ম্যাচেই শেষ হাসি হাসে টিম বাংলাদেশ। এবার মিরপুরে প্রথমবারের মতো ইংলিশ-বধের অপেক্ষায় স্বাগতিক ক্রিকেটপ্রেমীরা।
ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, জেক বল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম
আপনার মতামত লিখুন :