বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এখন তিনি শুধু এই বাংলার না ওপার বাংলায়ও সমান জনপ্রিয়তা পেয়েছেন ইতোমধ্যেই। ‘রাজকাহিনি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানেও জয়া কলকাতাতেই অবস্থান করছেন।
আজ কলকাতায় একসঙ্গে পূজা উদযাপন করতে দেখা গেল জয়া আহসান ও নির্মাতা সৃজিত মুখার্জিকে। পূজা মন্ডপে সেলফিতে মজেছেন দুজন সেখানে । জয়া আহসান এর আগে নির্মাতা সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করেছিলেন।
কলকাতায় পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘জুলফিকার’। এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ হাজরা, পাওলি দাম, নুসরাত জাহান, যীশু সেনগুপ্ত, কৌশিক সেন, জুন মালিয়ার মতো একঝাঁক তারকা।
তবে সৃজিত মুখার্জির এ ছবিতে নেই জয়া আহসান। তাই পাঠকদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে একসঙ্গে কেনো তারা ? এমন হতে পারে সৃজিতের পরের ছবিতেই দেখা যাবে জয়াকে। খুব শিগগিরই হয়ত এর উত্তর পেয়ে যাবে জয়া আহসানের ভক্তরা-দর্শকরা।
আপনার মতামত লিখুন :