হাইতিতে ম্যাথিউর আঘাতে নিহত ৩৩২


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০১৬, ১০:২৬ AM / ১১৩
হাইতিতে ম্যাথিউর আঘাতে নিহত ৩৩২

হাইতিতে হ্যারিকেন ম্যাথিউর আঘাতে এ পর্যন্ত ম্রতের সংখ্যা অন্তত ৩৩২ এ বেড়ে দাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। হাইতির ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ম্যাথিউর গত সপ্তাহজুড়ে বেশ শক্তি নিয়ে এগুচ্ছিলো। ঝড়টি এতো ধীরে ধীরে বাড়তে থাকে যে তখন সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাইতির দক্ষিণাঞ্চলীয় শহর রোচ-অ-বাতুতেই কেবল প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেখানকার প্রধান নগরী জেরেমির ৮০ শতাংশ ভবন ধ্বংস করেছে ভয়াবহ এই এই ঘূর্ণীঝড়। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘণ্টায় ২৩০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথুর।বর্তমানে এটি হাইতিতে তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ।

এ প্রসঙ্গে মার্কিন এক কর্মকর্তা বলেন, ক্যাটাগরি-৪ এর এ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। ক্রমেই হ্যারিকেন ম্যাথিউ আরও শক্তিশালী হচ্ছে।