মুক্তাগাছার সুতিয়াখালী নদী পাড়ের মাটি কেটে অপসারণ করার দায়ে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা পরিচালিত মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা স্যোসাল সাইটে প্রেস রিলিজে জানান, বুধবার মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের উত্তর গাড়াইকুটিতে সুতিয়া খালি নদীর পাড়ের মাটি কেটে অপসারণ করার সময় ১ জনকে হাতে নাতে ধরা হয়। অনুমোদন ব্যতিত সরকারি জায়গা হতে বালু বা মাটি উত্তোলন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আসামীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের নির্ধারিত ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আসামী তার দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না বলে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে জরিমানা পরিশোধিত করে।
আপনার মতামত লিখুন :