মুক্তাগাছায় মোবাইল কোর্টের অভিযান


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২০, ৫:৩৪ PM /
মুক্তাগাছায় মোবাইল কোর্টের অভিযান

ফেরদৌস তাজ; মুক্তাগাছা শহরের দড়গাহ পাড়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এর নেতৃত্বে ও মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় অভিযানে এ সময় ছিলেন বিএসটিআই ময়মনসিংহের ইন্সপেক্টর খেলা রাণী কর ও ফিল্ড অফিসার শহিদুল ইসলাম।

অভিযানে মুক্তাগাছা উপজেলার দরগাহ পাড় এলাকার খান অয়েল মিলকে ওজন পরিমাপক ও মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।

Mobile court operation in Muktagachha

এ ছাড়াও মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এর নেতৃত্বে উপজেলার চেরুমন্ডল নামক স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২৪ ধারায় অপরাধ (সরকার নির্দেশিত সংখ্যার অতিরিক্ত যাত্রীবহন) সংঘটনের দায়ে ৬ টি সিএনজি এবং ২ টি বাসের বিরুদ্ধে দায়েরকৃত ৮ টি মামলায় মোট ১২ হাজার ৬শ টাকা জরিমানা দণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।