ফেরদৌস তাজ; মুক্তাগাছায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে মানববন্ধন করেছে শহীদ স্মৃতি সরকারি কলেজ বেসরকারি কর্মচারী পরিষদ।
শনিবার সকালে কলেজের মূল ফটকের সামনে ৫দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে শহীদ স্মৃতি সরকারি কলেজ বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজ বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদে সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম (জান্নাত), সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ আঃ মালেক, প্রচার সম্পাদক মোঃ রনি প্রমূখ।
মানববন্ধনে দাবীসমূহ হলোঃ
১. চলমান চাকুরী সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ থাকবে।
২. সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ হতে সরকারিকরন করতে হবে।
৩. চাকুরী সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদের বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেয়ার ব্যবস্থা করতে হবে।
৪. নতুন পদ সৃষ্টি করে আমাদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে।
৫. কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্দ্ধসীমা করা যাবে না।
আপনার মতামত লিখুন :