মন্ডার দাম বৃদ্ধির কারন জানতে চাইলেন এসিল্যান্ড মাসুদ রানা


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২০, ৫:১৩ PM /
মন্ডার দাম বৃদ্ধির কারন জানতে চাইলেন এসিল্যান্ড মাসুদ রানা

মুক্তাগাছার ঐতিহ্য খ্যাত মন্ডা’র দাম বৃদ্ধির কারন জানতে মণ্ডার স্বত্বাধিকারীদের কার্যালয়ে  তলব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

সোমবার দুপুরে এক প্রেস রিলিজে এসিল্যান্ড মাসুদ রানা জানান, মণ্ডার দাম কেজি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেন করা হয়েছে? এহেন দাম বৃদ্ধি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ধার্যকৃত মূল্যর অধিক মূল্য পণ্য বিক্রির অপরাধ হিসেবে কেন গণ্য করা হবে না তা জানতে চান এসিল্যান্ড। মূল্য বৃদ্ধির কারন লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশনা দেন তিনি।

এ সময় তারা দাবি করেন মুক্তাগাছার দুগ্ধ খামারিরা তাদের কাছে দুধ বিক্রি করতে রাজি না হওয়ায় সিরাজগঞ্জ হতে অধিক মূল্যে দুধ আমদানি করতে হচ্ছে।

তবে, তাদের এ সকল বক্তব্যসহ দাম বৃদ্ধির অন্যান্য কারন লিখিতভাবে জানতে চাওয়া হয়। লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসিল্যান্ড মাসুদ রানা।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে মন্ডার দাম কেজিতে ১শ টাকা বর্ধিত করে মন্ডা কর্তৃপক্ষ। এ নিয়ে মুক্তাগাছায় সমালোচনার ঝড় উঠে।