মুক্তাগাছা উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপন


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২০, ২:১৫ PM /
মুক্তাগাছা উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপন

মুক্তাগাছা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সোমবার সকালে কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা অফিস চত্বরে একটি জাম গাছের চারা রোপন করেন।

ভূমি সচিবের প্রতিটি ভূমি অফিসে একটি ফলের চারা লাগানোর নির্দেশা মোতাবেক একটি জাম গাছের চারা রোপন করো হয়েছে বলে জানান তিনি।