মুক্তাগাছায় জাতীয় শোক দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২০, ২:১৬ PM /
মুক্তাগাছায় জাতীয় শোক দিবস পালিত

(ফেরদৌস তাজ); ঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতী প্রজ্জলন, দিনব্যাপী পবিত্র কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোআ মাহফিল, চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মুক্তাগাছা উপজেলা প্রশাসন, মুক্তাগাছা পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা, এপিবিএন, উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠন যথাযথভাবে দিবসটি পালন করেছে।

সকালে মুক্তাগাছা থেকে নির্বাচিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, ওসি বিপ্লব কুমার বিশ্বাস পৃথক ভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

একই সময়ে ২ এপিবিএন এর অধিনায়ক নজরুল হোসেনের নেতৃত্বে এপিবিএন প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, সার্কেল অফিসার আল-আমীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী প্রমূখ।

এ ছাড়াও আওয়ামীলীগের প্রতিটি অঙ্গসংগঠন উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পৃথক ভাবে দোআ মাহফিলের আয়োজন করে।