মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী নেয়া রোধে অভিযান অব্যাহত


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২০, ৭:০৬ PM /
মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী নেয়া রোধে অভিযান অব্যাহত

(ফেরদৌস তাজ);  মুক্তাগাছা উপজেলায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেয়া রোধে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকারের নেতৃত্বে মুক্তাগাছা থানা ও ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শহরের মুজাটি ফার্ম মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ইউএনও সুবর্ণা সরকার জানান, সকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর ভিত্তিতে অভিযানে ৩ জন সিএনজি ও ৭জন অটোরিক্সা চালককে অমান্য করায় ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী নেয়া রোধে অভিযান অব্যাহত
দন্ডপ্রাপ্ত চালক

এছাড়া ঝুঁকিপূর্ণভাবে চালকের ডানপাশে বসা যাত্রীদেরকেও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মুক্তাগাছার বিভিন্ন সড়কে প্রতিদিন এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।