মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জয় মেডিসিন কর্ণারকে জরিমানা


F.Taj প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২০, ৫:৫০ PM /
মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জয় মেডিসিন কর্ণারকে জরিমানা

মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ, জীবন বিপন্নকারী ঔষধ সংরক্ষণ ও নির্ধারিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করায় শহরের আটানী বাজার মোড়ের জয় মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে, ড্রাগ সুপার ও মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় ড্রাগ আইনের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালন হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, শহরের আটানি বাজার এলাকায় জয় মেডিসিন কর্নারের স্বত্তাধীকারীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও  নির্ধারিত তাপমাত্রায় যে সকল ঔষধ রাখা দরকার সেগুলোকে নির্ধারিত তাপমাত্রায় না রাখা ইত্যাদি অপরাধের কারণে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অর্থদণ্ড পরিশোধ করে ভবিষ্যৎ এ এরূপ অপরাধের পুণরাবৃত্তি করবে না মর্মে আদালতের কাছে ক্ষমাপ্রার্থনা করে অপরাধী।

জনসেবায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।